২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মনোহরদীতে পিপিই বিতরণ

মনোহরদীতে পিপিই বিতরণ - ছবি: নয়া দিগন্ত

নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মনোহরদী পৌরসভা ও মনোহরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের হাতে ব্যক্তিগত সুরক্ষা পোষাক (পিপিই) তুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা জাকির চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে এই পিপিই বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা জেলার সহকারী তথ্য কর্মকর্তা নূর হোসেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান, মনোহরদী থানা ওসি মনিরুজ্জামান, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনের হাতে সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মকতাদের জন্য এবং গণমাধ্যমকর্মীদের হাতে এই পোশাক তুলে দেন।

ঢাকা জেলা সহকারী তথ্য কর্মকর্তা নূর হোসেন বলেন, ‘আমরা বর্তমানে জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, থানার পুলিশ, পৌরসভার মেয়রসহ প্রত্যেক দপ্তরের কর্মতর্কা কর্মচারী এবং সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি সর্বদা সকলের পাশে আছি এবং থাকবো।’


আরো সংবাদ



premium cement