২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রোগী নেই কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

রোগী নেই কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে - নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন রোগী শূন্য। করোনাভাইরাস আতঙ্কে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য অন্যান্য অসুস্থতায় ও রোগী ভর্তি হচ্ছেননা।

সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ৫০ শয্যার হাসপাতালের ইনডোরে পুরুষ ওয়ার্ডে কোন রোগী নেই। হিলা ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত একজন রোগী চিকিৎসার জন্য ভর্তি রয়েছে।

জনসাধারণের অবগতির জন্য সতর্কতা মূলক হাসপাতাল হতে সার্বক্ষণিক মাইকে সাধারণ ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হলে হাসপাতালে না এসে বাড়িতে চিকিৎসা করার জন্য প্রচার করার ফলে লোকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসছেননা বলে অনেকেই মনে করছেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান আমরা সার্বক্ষণিক রোগীর সেবার জন্য কাজ করে যাচ্ছি। ভয়ে লোকজন সেবা নিতে হাসপাতালে আসছেন না। যারা আসছেন, আমরা তাদের চিকিৎসা সেবা দিচ্ছি। অনেক রোগীই প্রতিদিন মোবাইল ফোনে, ইমু, ম্যাসেন্জারের মাধ্যমে সেবা নিচ্ছেন।


আরো সংবাদ



premium cement