১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে নতুন করে ৬৯ জন হোম কোয়ারেন্টাইনে

টাঙ্গাইলে নতুন করে ৬৯ জন হোম কোয়ারেন্টাইনে - সংগৃহীত

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৬৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হলো ১৬০৭ জন প্রবাসীকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৫৬ জন প্রবাসী।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, রোববার পর্যন্ত ১৬০৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় সেখান থেকে ছেড়ে দেয়া হয়েছে ৯৫১ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৫৬ জন প্রবাসী। তারা চীন, ইতালী, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত, ওমান, আমেরিকা, ইরাক, কাতার ও বাহরাইন থেকে দেশে আসেন। সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement