১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

করোনার ওষুধ আবিষ্কারের দাবি ডুয়েটের ৩ গবেষকের

করোনার ওষুধ আবিষ্কারের দাবি ডুয়েটের ৩ গবেষকের - ছবি: নয়া দিগন্ত

নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশ্বে যখন টাল মাটাল অবস্থা বিরাজ করছে, ঠিক তখনই দেশীয় উদ্ভিদ ও প্রযুক্তি ব্যবহার করে করোনাভাইরাস প্রতিরোধে একটি কৌশল আবিষ্কার করেছেন গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৩ গবেষক।

উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এ কৌশলটি আবিষ্কার করার দাবি করেছেন ডুয়েটের ওই ৩ গবেষক। গবেষকত্রয় হলেন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আবদুস সাহিদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম।

গবেষক দলের প্রধান ডুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমরা নভেল করোনা ভাইরাসের বিভিন্ন প্রোটিন সমূহ পর্যবেক্ষণ করে তাদের প্রকৃতি ও নেতিবাচক দিকসমূহ নিয়ে বিচার বিশ্লেষণ করে গবেষণা কার্যক্রম শুরু করি। গবেষণাকালে করোনাভাইরাসের প্রোটিনগুলো পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই যে প্রোটিনগুলোর মধ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে, যা শ্বাস নালীসহ মানবদেহের ক্ষতি করতে সক্ষম। এমনকি মানুষের মৃত্যুর কারণও হতে পারে।

এইসব রাসায়নিক উপাদানসমূহ নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধান করা হয়। ভাইরাসটির মধ্যে বিভিন্ন রাসায়নিক গ্রুপ যেমন কার্বোক্ষিল ও এমাইনো গ্রুপ থাকার প্রমাণ পাই।

গবেষণাকালে আমরা এসব রাসায়নিক গ্রুপের উপাদানগুলোকে অকার্যকর ও নিষ্ক্রিয় করতে অন্যান্য রাসায়নিক গ্রুপের প্রভাব রয়েছে বলে প্রমাণ পাই। এ অবস্থায় আমরা দেশীয় ও সহজলভ্য রাসায়নিক গ্রুপের বিভিন্ন উৎস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকি।

এটি করতে গিয়ে দেখা যায় যে আমাদের দেশের বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন উপাদানের মধ্যে হাইড্রক্সিল গ্রুপের এই উপাদানগুলি বিদ্যমান রয়েছে। যা একটি মেকানিজম অনুসরণ করে করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। এখানে কার্বো অক্সাইল গ্রুপ ও এমাইনো অক্সাইল গ্রুপকে কার্বোক্সিল গ্রুপ নিষ্ক্রিয় করতে পারে। পরবর্তীতে এসব  উদ্ভিদকে প্রথমে এক্সট্র্যাক্ট করা হয় ও স্ট্রাকচারাল প্রকৃতি বিশ্লেষণ করে পজেটিভ ফল পাওয়া যায়।

আমরা এখনো আমাদের গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে সেটিকে ওষুধ বা প্রতিষেধকে রূপান্তর করতে মাইক্রোবায়োলোজি ও ফার্মাসিস্ট বিশেষজ্ঞদের কাজ করতে হবে ও পরীক্ষা নিরীক্ষা করে এর সুফল বের করে আনতে হবে।

ডুয়েট’র গবেষকগণ প্রাথমিকভাবে উদ্ভিজ্জ উৎসের মধ্যে কেমিক্যাল গ্রুপকে ব্যবহার করেছেন, যা করোনা ভাইরাসের খারাপ প্রোটিনগুলোর উপর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করেন তারা।

তারা দাবি করেন, এসবের সাথে আরো কিছু প্রাকৃতিক উপাদান যুক্ত করেই করোনা নিরোধক ওষুধ তৈরি করা যেতে পারে। এই গবেষণার খুঁটিনাটি বিভিন্ন দিক নিয়ে পরীক্ষাগারে এখন বিভিন্ন পরীক্ষা চলছে।

তারা মনে করেন এখান থেকে ওষুধ বা প্রতিষেধক তৈরির আগে পুষ্টিবিদদের মাধ্যমে এই সব উদ্ভিজ্জ রাসায়নিক গ্রুপের একটি তালিকা সরকার প্রকাশ করতে পারেন। এতে সাধারণ মানুষ এই খাদ্যগুলি তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রেখে করোনাভাইরাসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদী। শুধু করোনা নিরোধই নয়, যেকোনো ভাইরাস থেকে মানবদেহকে রক্ষা করতে ইলেক্ট্রো-ইস্পান পদ্ধতি ব্যবহার করে এন্টি-ভাইরাল ন্যানো-মেমব্রেনে তৈরি করার দাবি করেছেন গবেষকরা।

গবেষকদের এ ধারণা চিকিৎসকসহ সাধারণ মানুষের এন্টি-ভাইরাল পোশাক, গ্লাভস ও মাক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান তৈরিতে সহায়তা করবে। গবেষণায় প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধক ওষুধ তৈরির প্রাথমিক সফলতা পেয়েছেন বলে দাবি করেছেন তারা।

গবেষক দলের সদস্য অধ্যাপক ড. মো: আবদুস সাহিদ জানান, আমরা গবেষণা ফলাফলটি ইতোমধ্যে আন্তর্জাতিক জার্নালে সাবমিট করেছি। আমরা আশাবাদী এই পরিবেশ ও মানববান্ধব আবিষ্কার বাংলাদেশসহ পৃথিবীর মানুষের সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করবে।

সেইসাথে আমরা গবেষণাটির বিভিন্ন দিক নিয়ে অন্যদেরও কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের এ গবেষণাকে দ্রুত কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানাচ্ছি।

তিনি করোনা নিয়ে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে এন্টি-ভাইরাল পোশাক, গ্লাভস ও মাক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান তৈরিতে প্রযুক্তি সহায়তা দিতেও আগ্রহ প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement
১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার!

সকল