২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট - নয়া দিগন্ত

তৃতীয় দিনের মত বৃহস্পতিবার যানজট সৃষ্টি হয়েছিল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এদিন টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে এই যানজটর সৃষ্টি হয়। এই যানজট ভোর থেকে দুপুর পর্যন্ত তীব্র আকারে থাকলেও বিকেলের দিকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

দুপুরে মহাসড়কে গিয়ে দেখা যায় গাড়ীর প্রচুর চাপ। ঢাকা থেকে উত্তরবঙ্গমূখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ী যেন চলছেই না। যাত্রীবাহী বাস চলাচল নিষিদ্ধ থাকলেও রাস্তায় চলছে বাস। তবে পন্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। বাসের সংখ্যা কম থাকায় ট্রাকের যাত্রী হয়েই অনেককে বাড়ি ফিরতে দেখা যায়। টানা ১০ দিন ছুটি পেয়ে করোনা ভাইরাসে সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানী থেকে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। এজন্য অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ। যানজট এড়াতে অনেক বাসকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে বিকল্প সড়ক হিসেবে গোবিন্দাসী-ভূঞাপুর-পালিমা হয়ে চলাচল করতে দেখা যায়। তবে টাঙ্গাইল শহর থেকে দুরপাল্লার কোন বাস চলাচল করেনি। টাঙ্গাইল নতুন বাসটার্মিনালে বাস পার্কিং করে অলস সময় কাটান বাসের শ্রমিকেরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আইয়েবুর রহমান সাংবাদিকদের জানান, সরকারি ছুটি ঘোষণার কারণে সড়কে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এজন্য মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে।


আরো সংবাদ



premium cement