২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
করোনা আতঙ্কে ঘরে ফিরতে মরিয়া মানুষ

ঢাকা-আরিচা মহাসড়কে বাড়তি যানবাহন, ফেরিঘাটে ভোগান্তিতে যাত্রীরা

-

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১০ দিনের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার হিড়িক পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে। দূরপাল্লার যানবাহনের চাপ কম থাকলেও পাটুরিয়ামুখী লোকাল বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ রয়েছে বেশি। ফলে মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। বাড়তি যানবাহনের চাপে নাজেহাল অবস্থা পাটুরিয়া ফেরিঘাটে। যানবাহনের চেয়ে যাত্রীর চাপ বেশি। নদী পারাপারের জন্য ফেরিঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। সাধারণ যাত্রী, বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির জন্য নদী পারাপারে অধিক ভোগান্তিতে পণ্যবাহী ট্রাক চালকেরা।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ শিথিল রাখতে ঘাট এলাকায় প্রবেশের আগেই মহাসড়কের বিভিন্ন জায়গায় আটকে রাখা হচ্ছে পণ্যবাহী ট্রাক। পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনাল দুটিও ট্রাকে ভরপুর। লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের চাপে ফেরির অবস্থা নাজুক। অনেকটা জোর করেই অতিরিক্ত যাত্রী হিসেবে অনেকেই ফেরিতে উঠে যাচ্ছে বলে মন্তব্য ঘাট কর্তৃপক্ষের।

বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী এলাকায় সরেজমিনে পাটুরিয়ামুখী যানবাহনের বাড়তি চাপ দেখা যায়। করোনা প্রতিরোধের ছুটিতে অনেকটা ঈদের আমেজ নিয়েই বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ। ঢাকা আরিচা মহাসড়কের নিয়মিত গাড়ি ছাড়াও বিভিন্ন রুটের গাড়ির দেখা মিলছে মহাসড়কে। ছোট গাড়ির চাপ রয়েছে ঈদের সময়ের ন্যায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, পাটুরিয়ামুখী যানবাহনের প্রচুর চাপ রয়েছে। বাড়তি যানবাহনের চাপ নিয়ন্ত্রণে মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। যানবাহনের বাড়তি চাপ থাকলেও মহাসড়কের কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাকের প্রচুর চাপ রয়েছে। তবে বাসের পরিমাণ তুলনামূলক কম হলেও যাত্রীর ভিড়ে নাকাল ফেরি। লঞ্চ বন্ধ থাকায় অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে ফেরিতে। যে কারণে ঘাট এলাকায় ভোগান্তি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ



premium cement
অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ব্যক্তি ভর্তি পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন সব শিক্ষাপ্রতিষ্ঠান আরো ৭ দিন বন্ধ ঘোষণা থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গায় ১৪০তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বার্বাডোস সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে : রিজভী কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক পাকিস্তানে একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ

সকল