১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভৈরবে মারা যাওয়া ইতালিফেরত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

- সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে রবিবার রাতে মারা যাওয়া ইতালিফেরত আবদুল খালেক (৬০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মৃতের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, আইইডিসিআর থেকে মৃত ব্যক্তি ছাড়াও তার স্ত্রী, পুত্রবধূ ও ভাইয়ের স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। এ তিনজনেরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার না-বাচক প্রতিবেদন পাওয়া গেছে।

ডা. মুজিবুর জানান, ইতালিফেরত ব্যক্তিকে চিকিৎসা দেয়া চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মৃত্যু হৃদরোগজনিত কারণে হতে পারে।

এদিকে, করোনা সন্দেহে মৃত রোগীর সংস্পর্শে আসার কারণে ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতাল ও কমলপুর এলাকার সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালকে সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ দেয়া হয়েছিল। এখন আইইডিসিআরের প্রতিবেদনের পর তাদের পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে বলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানিয়েছেন।

ইতালিফেরত আবদুল খালেক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে কমলপুর এলাকার ডক্টরস চেম্বার নামে পরিচিত বেসরকারি সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তাকে আবেদীন হাসপাতালে নেয়া হলে সরকারি আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

সোমবার সকালে ঢাকা থেকে আইইডিসিআরের লোকজন ভৈরবে এসে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া আবদুল খালেকের রক্তের নমুনা সংগ্রহ করে। সেই সাথে তার পরিবারের তিন সদস্যের নমুনাও তখন সংগ্রহ করা হয়। আবদুল খালেকের বাড়ি ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায়। তিনি গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেছিলেন। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল