২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বরিশালের সাথে মাদারীপুরের যোগাযোগ বন্ধ, শিবচরে সুনসান নীরবতা

- নয়া দিগন্ত

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি বরিশালের সাথে মাদারীপুরের সকল অভ্যন্তরীণ পথ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এদিকে লকডাউন ঘোষণাকৃত শিবচরে চলছে সুনসান নীরবতা। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাবার, ঔষুধসহ বিভিন্ন উপকরণ মঙ্গলবারও পৌঁছে দিয়েছে প্রশাসন।

এদিকে জেলা প্রশাসককে সহযোগিতার জন্যে বুধবার সকাল থেকে সেনাবাহিনী মাঠে নামবে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি এলাকার স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার ও ঔষুধ বিতরণ করা হয়। পরে হোম কোয়ারেন্টাইনে থাকা একই এলাকা ও গুয়াতলা বাহেরচর এলাকার প্রবাসীদের মাঝে খাবার ও ঔষুধ বিতরণ করা হয়। বিতরণ করা দ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা, লবণ, সাবান, চিনি, আলু, পেঁয়াজ, ঔষুধ প্যারাসিটামল ও ওরস্যালাইনসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। প্রায় এক হাজার পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হবে বলে জানানো হয়।

অন্যদিকে জেলার কালকিনি উপজেলার কয়েকটি রুটের সংযোগস্থলে বাঁশ-কাঠ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে পুলিশ মোতায়ন করা হয়েছে, যাতে মাদারীপুরের কেউ বরিশাল ঢুকতে না পারেন, কিংবা বরিশালের কেউ মাদারীপুর আসতে না পারেন।


আরো সংবাদ



premium cement