১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

উপচে পড়া ভিড়ের মধ্যে শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ বন্ধ

উপচে পড়া ভিড়ের মধ্যে শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ বন্ধ - ছবি : নয়া দিগন্ত

করোনাপরিস্থিতি মোকাবিলায় সারা দেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ কথা জানান। এই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে শিমুলিয়া কাঠাল বাড়ি নৌরুটের সকল প্রকার ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। উপড়ে পড়া ভিড় মাওয়া ঘাটে। দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য এত চাপ ঈদের সময়ও হয় না।

ফলে ঘরমুখো মানুষের ভিড় ও দুর্ভোগ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ছুটি পেয়ে সকল মানুষ বাড়িতে যাওয়ার জন্য গণপরিবহনে করে মাওয়া ঘাট পৌঁছে। বিআইডব্লিউটিএ এই ঘোষণার কারণে নদী পার হতে পারছেন না তারা।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবীর জানান, ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বিপাকে পড়েছে মানুষ। মাওয়া ঘাট থেকে সকল পরিবহন বন্ধ ঘোষণার পর চরম বিপাকে পড়েছেন তারা। কিভাবে তারা পারাপার হবেন এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

 


আরো সংবাদ



premium cement