১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিহত শাহীন আলম (২৮) - ছবি: নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়িগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহীন আলম (২৮) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সাড়ে ৯টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি।

জানা গেছে, ঘটনার দিন সকালে বীরপুর নিজ বাসা থেকে রায়পুরা উপজেলার দড়িগাও কমিউনিটি ক্লিনিকে যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি। নরসিংদী রেলওয়ে স্টেশনের পূর্বপাশে আরশিনগর বীরপুর মসজিদ সংলগ্ন স্থানে রেল পারাপারের সময় চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি। নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি নিলক্ষা বীরগাও উত্তরপাড়ায় দাফন তাকে করা হয়েছে।

নিহতের পিতা সিদ্দিক মিয়া ও স্বজনরা জানান, নিহত শাহীন আলম ২০১৮ সালের ডিসেম্বর মাসে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সিএইচসিপি পদে নিয়োগ পেয়ে ট্রেনিং শেষে যোগদান করেছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে শাহীনকে বিয়ে করানো হয়। ওর স্বপ্ন ছিল বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উচ্চতর পদে দেশের সেবা করা।

এ ব্যাপারে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল ওয়াদুদ বলেন, এ চাকুরির পাশাপাশি বিসিএস পরীক্ষায় উচ্চতর চাকুরি করে মানব সেবার স্বপ্ন ছিল শাহীন আলমের। মাঠকর্মী হিসেবে খুবই মেধাবী ও দায়িত্বশীল ছিলেন তিনি। আমরা একজন মেধাবী মানব সম্পদ হারালাম।


আরো সংবাদ



premium cement