২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফতুল্লার একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

উগ্রবাদী সন্দেহে ৩ জন আটক
-

নারায়ণগঞ্জের ফতুল্লায় উগ্রবাদী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দিবাগত রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়।

ফতুল্লার পিলকুনি এলাকার ওই বাড়ি থেকে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদিনের ছেলে ফরিদউদ্দিন রুমি, ছোট ভাই জামালউদ্দিন রফিক ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এ বাড়িটি মূলত কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম ঘিরে রেখেছে। পুলিশ তাদের সহযোগিতা করছে। বোম ডিসপোজাল টিম আসার পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে।

স্থানীয় বাসিন্দা আবদুস শাকুর জানান, ‘আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে, সবাই বলছে বাড়িতে জঙ্গি আছে।’

অভিযানে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।


আরো সংবাদ



premium cement