২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

সাবেক যুবদল নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

- ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগের সাবেক সংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত এবং এ মামলায় কারারুদ্ধ যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও মানব্ন্ধন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় টঙ্গী কলেজগেট এলাকায় শুরু হওয়া এ মানববন্ধন বেলা সাড়ে ১২টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে বলেন, ‘এই মামলায় নূরুল ইসলাম সরকারকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আহসান উল্লাহ মাস্টার খুন হলেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করে।’

নুরুল ইসলাম সরকার মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজনে পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক বশির উদ্দিন ও আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ ১৩ বছর কারাভোগের পর সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পাওয়া বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলী, কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে স্বেচ্ছাসেবক লীগের এক সম্মেলনে কমিটি ঘোষণার পরপরই দলীয় সন্ত্রাসীদের গুলিতে খুন হন আহসান উল্লাহ মাস্টার। এ ঘটনায় আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান মতি বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে সাবেক টঙ্গী থানায় একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের আসামি করা হলেও তৎকালীন যুবদলের কেন্দ্রীয় শ্রম ও শিল্পবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের মোট পাঁচজনকে রাজনৈতিক উদ্দেশে আসামি করা হয় বলে বিএনপির অভিযোগ।


আরো সংবাদ



premium cement
জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে : গোলাম পরওয়ার বড় পতন পুঁজিবাজারে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির ‘দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু’ নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিল সাভারে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাকারী সেই আ’লীগ নেতা ৭ দিনের রিমান্ডে রংপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে চারদিনব্যাপী পিঠামেলা শুরু ঢাবিতে সেই ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলেই আইনি ব্যবস্থা সাভারে অটোরিকশাচালক শওকত আলী হত্যার রহস্য উদঘাটন ২০২৪ সালে ব্রাজিলে দাবানলে ইতালির সমান যায়গা পুড়ে গেছে

সকল