বিএনপি শিগগিরই আন্দোলনে নামবে : খালেদা জিয়া
বিএনপি শিগগিরই আন্দোলনে নামবে : খালেদা জিয়া
জনগণকে সম্পৃক্ত করে বিএনপি শিগগিরই আন্দোলনে নামবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গত রাতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) নেতাদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি আই এম ফজলে রাব্বী ও মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, আহসান হাবিব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, এ কে এম শহিদুল ইসলাম, এয়ার আহমেদ সেলিম, মজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী রফিকুল হক হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে ছিলেন।
বৈঠক শেষে এস এম আলম নয়া দিগন্তকে বলেন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জোট প্রধান দল পুনর্গঠন করে আন্দোলনে নামবেন বলে তাদের জানিয়েছেন। জোটের শরিক হিসেবে তাদেরকেও প্রস্তুতি নিতে বলেছেন। এলাকায় গিয়ে জনমত গঠনের নির্দেশনা দিয়েছেন।
বৈঠকে উপস্থিত আরেক নেতা বলেন, নতুন বছরের শুরুতে আবারো মাঠে নামবেন বেগম খালেদা জিয়া।
