১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চী নে র লো ক কা হি নী

চাঁদের ইতিকথা

-

(গত দিনের পর)
অসুন্দর চাঁদের মুখ সারাক্ষণ ভার হয়ে থাকত।
চাঁদের এই মুখ ভার হয়ে থাকায় আকাশের তারারাও কষ্ট পেত। মাটিতে ফুলেরাও কষ্ট পেত। তারা বলত- আহারে বেচারা! বড় একা। কেউ তাকে ভালোবাসে না। এত্তবড় আকাশের এপার থেকে ওপারে ছুটে বেড়ায় সে, অথচ একটুও প্রশংসা পায় না। তারারা বলে- কী আর বলি, এমন বিদঘুটে চেহারা চাঁদের। কে তাকে ভালোবাসতে যাবে? ভূমণ্ডল ও নভোমণ্ডলের সবাই তো সুন্দরের পিয়াসী।
চাঁদ মনের দুঃখ আর চেপে রাখতে পারে না। একদিন সে তারাদের কাছে গিয়ে বলে- আমি আর চাঁদ হয়ে থাকতে চাই না, বন্ধু। তোমরা আমাকে তারা বানিয়ে দাও। তারা হয়ে থাকব। দূর আকাশের গায়ে ছোট্ট বিন্দুর মতো একটি তারা। কী ঝলমলে তোমাদের রূপ। আর দেখো, কী বিদঘুটে চেহারা আমার। এমন অসুন্দরও কেউ হয়!
(চলবে)


আরো সংবাদ



premium cement