১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গল্পকথা

এক দুঃস্বপ্নের রাত

-

এক.
‘তেলের শিশি ভাঙল বলে/খুকুর পরে রাগ করো/ তোমরা যে সব বুড়ো খোকা / ভারত ভেঙে ভাগ করো ! / তার বেলা?’ স্যারের পড়ানো ছড়াটি মনে মনে আওড়াচ্ছিলাম। আর ভাবছিলাম, যাক! ভেঙে যাক। তাতে আমার কী? আমার কাজ হলো তেল মালিশ। অন্য কারো মাথায় না, নিজের মাথায়। এই শীতে তেল না দিলে চুলগুলো ঝিনুকের মতো ঝন্ ঝন্ করে বাজে। কিন্তু তেলের বোতলটা কই রেখেছেন আম্মু? হ্যাঁ, পেয়েছি, ওই তো উপরে শিকেয় তোলা। নামিয়ে আনতে হবে। অবশ্য, আমার জন্য এ কাজ ওয়ান-টু’র মতো, কোনে ব্যাপারই না।
শিকেটা ডাইনিং টেবিলের ওপর ঘরের যে আড়াটা আছে, সেটার সাথে ঝুলানো। এক পা টেবিলের ওপরে দিয়ে ডান হাতটা বাড়িয়ে অনায়াসে নামিয়ে আনা যাবে। অমন উঁচুতে যে কেন আম্মু ঝুলিয়ে রাখে তেলের শিশি। তা রাখুক। আগে টেবিলের ওপর এক পা দিই। হ্যাঁ, ঠিক এভাবে। ব্যাশ! এখন আরেক পা দেয়ালের সাথে ঠেক দিয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেই হলো। - - - এইতো নাগাল পাচ্ছি বলে। আর একটু, আর একটু হাতটাকে আগে বাড়াতে পাড়লেই শিশিটা ধরা যাবে। আর একটু.. .. .. ..ঝন্ ঝন্ ঝন্! আহ্! কী পড়ল ওটা! ফুলদানিটা! গেছে, একেবারে চুড়মুড় হয়ে গেছে। দুই টুকরো না। ফুলদানিটা হাজার টুকরো হয়ে গেছে।
: ও ঘরে কে রে? কী ভাঙলি কাঞ্চন? নাহ্, আর পারিনে ছেলেটাকে নিয়ে।
(চলবে)


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল