১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

বহেড়ার গুণ

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা তো জানোই বহেড়া একটি ঔষধি গাছ। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটি পাওয়া যায়। ওষুধ তৈরি করার জন্য বহেড়ার কী ব্যবহার করা হয়? ফল। কী আছে বহেড়ায়? গ্যালিক অ্যাসিড ও ইলাজিক অ্যাসিড।
বহেড়া ডায়রিয়া ও আমাশয়ে কার্যকরী। এটি ম্যালেরিয়া জ্বর প্রতিরোধ করে। বিরেচক হিসেবেও বহেড়া মূল্যবান। এ ছাড়া এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা ও করোনারি হৃদরোগের ঝুঁকি কমায়। বহেড়ার ইংরেজি কী? ইবষবৎরপ সুৎড়নধষধহ. কঠিন শব্দগুলো বুঝতে বড়দের সাহায্য নেবে, কেমন?


আরো সংবাদ



premium cement