১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুস্তাফা ওয়াহবি আল তাল

-

আরবি একটি সমৃদ্ধ ভাষা। প্রাচীনকাল থেকেই এটি প্রচলিত। ধ্রুপদী আরবি ভাষার পাশাপাশি বিভিন্ন দেশে আরবি উপভাষা বা স্থানীয় আরবি রয়েছে। যেমন সৌদি আরবের হেজাজ অঞ্চলের আরবিকে বলে হেজাজি আরবি, মিসরের আরবি ভাষাকে বলে মিসরীয় আরবি, আর জর্ডানের আরবি ভাষাকে বলে জর্ডানীয় আরবি। আধুনিক যুগে বিভিন্ন আরব দেশে অনেক কবি-সাহিত্যিক আরবি ভাষাকে করেছেন আরো সমৃদ্ধ। এদেরই একজন মুস্তাফা ওয়াহবি আল তাল। তিনি আরার নামেই বেশি খ্যাতিমান, বেশি পরিচিত। আরার জর্ডানীয় আরবি ভাষায় লিখেছেন, ধ্রুপদী আরবি ভাষায়ও লিখেছেন। তার জাতীয়তা জর্ডানীয়। তিনি শুধু কবি ও লেখকই ছিলেন না, ছিলেন আইনজীবী, বিচারক, শিক্ষক, রাজনৈতিক আন্দোলনকারী ও দার্শনিক। তিনি কবিতা, প্রবন্ধ, দর্শনবিষয়ক সাহিত্য ও সমাজবিষয়ক ভাষ্য লিখে যশস্বী হয়েছেন। তিনি আরবি ভাষায় জর্ডানীয় সাহিত্য ধারা তৈরি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আরারের জন্ম উত্তর জর্ডানের ইরবিদ নগরে, ১৮৯৭ সালে। এ সময় জর্ডান ছিল ওসমানীয় সাম্রাজ্যের (তুরস্ক) অংশ। তিনি লেখাপড়া করেন ইরবিদ, দামেস্ক ও বৈরুতে। রাজনৈতিক কারণে তিনি নির্বাসিত হয়েছিলেন। এ কারণে তাকে কারাভোগও করতে হয়েছে।
আরারের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আশিয়াত ওয়াদি আল-ইয়াবিস’, ‘আরার পলিটিক্যাল পেপারস’ (আরার রাজনৈতিক কর্ম), ‘আল, আইম্মা ফি কুরাইশ’, ‘বিল রাফাহ ওয়াল বানিন’। এ ছাড়া তার অনুবাদকর্মও রয়েছে। আরারের মৃত্যু ১৯৪৯ সালে। তার জন্মভূমি ইরাবিদ শহরে বার্ষিক কবিতা উৎসব হয় এবং তার নামে জর্ডানের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরুস্কার দেয়া হয়। তার মানে তিনি খুবই স্মরণীয় ও বরণীয়।


আরো সংবাদ



premium cement