১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আ ফ্রি কা র উ প ক থা

হায়েনা ও মার্শাল ঈগল

-

(গত দিনের পর)

অকৃতজ্ঞের নিকৃষ্টতম উপদাহরণ দেখল এবার পৃথিবী। মরণ ছাড়া তোমার পরিণতি আর কী হতে পারে? এবার ধুঁকে ধুঁরে মরো ওই গর্তের ভিতর। মরে শুকিয়ে পচে পচে পোকা-মাকড়ের খাবার হও।
চিঁ চিঁ শব্দে এ কথাক বলে মার্শাল ঈগলটি ফের ডানা মেলে দেয় আকাশের গায়। যাওয়ার আগে সে বানরকে বলে যায়- ওহে বানর, আর কখনো অকৃতজ্ঞ বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিও না। পরিণামে ওরা অকৃতজ্ঞই থেকে যাবে। এ কথা বলে ঈগলটি উড়ে উড়ে অদৃশ্য হয়ে গেল। বানরটি চেয়ে রইল মার্শাল ঈগলের চলে যাওয়া নীল দিগন্তের দিকে।
(শেষ)


আরো সংবাদ



premium cement