১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আ ফ্রি কা র উ প ক থা

হায়েনা ও মার্শাল ঈগল

-

(গত দিনের পর)
শুরু হয় ঈগল-হায়েনার যুদ্ধ। মরণপণ যুদ্ধ শুরু হয় ঈগল হায়েনার মধ্যে। আর সেই সুযোগে বানরটি ছাড়া পেয়ে লাফ দিয়ে ওঠে যায় পার্শ্ববর্তী একটি গাছে।
গাছের ডালে ওঠার পর নিজেকে যখন নিরাপদ মনে করে, তখন সে পরিষ্কার বুঝতে পারে আসলে কী ঘটতে যাচ্ছে। উপকার করতে গিয়ে শেষে কি না সে হায়েনার মুখের খোরাক হতে যাচ্ছিল সে। হায় কপাল! আর ঠিক তখনই মার্শাল ঈগলটা এগিয়ে এসে বাঁচাল তাকে।
কিন্তু বানরকে বাঁচাতে এসে এখন ঈগলটাই পড়েছে বিপদে। হায়েনার আক্রমণের শিকার হয়েছে সে। এটি দেখতে পেয়ে বানরেরও আর হুঁশ থাকে না। সে লাফ দিয়ে ফের নেমে আসে নিচে।
তখনো মরণপণ যুদ্ধ চলছে ঈগল-হায়েনার মধ্যে। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। বানরটি গাছের একটি মরা ডাল ভেঙে এনে ভীষণ এক খোঁচা মারে হায়েনার মুখ বরাবর। (চলবে)


আরো সংবাদ



premium cement