১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

পিপাসা লাগা

-

ছোট্ট বন্ধুরা,
আমরা পানি পান করি পিপাসা লাগলে। আমাদের শরীর থেকে প্রতিদিন ঘাম ও পেশাবের সাথে প্রচুর পরিমানে পানি বের হয়।
এই পানিতে কিছু দ্রবীভূত রাসায়নিক দ্রব্য থাকে, যা আমাদের শরীরের জন্য কোনো দরকারী নয়।
তবে শরীরে পানির অভাব হলে বৃক্ক (কিডনি) তার আবর্জনা নিষ্কাশনের কাজ ঠিকমতো করতে পারে না। শরীর থেকে বেরিয়ে আসলে এর (শরীরের) সব অংশে পানি সরবরাহ যায় কমে। এই সময়ে আমরা কী অনুভব করি? শুকনো অবস্থা। শুকনো এই অবস্থাকেই বলে পিপাসা।
কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নেবে, কেমন?


আরো সংবাদ



premium cement