১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আ ফ্রি কা র উ প ক থা

হায়েনা ও মার্শাল ঈগল

-

(গত দিনের পর)
চিতা বলে- সারাজীবন মনে রাখবে তুমি? তোমার মতো অকৃতজ্ঞ প্রাণীর মুখে এমন কথা! বলি, এ পর্যন্ত কারে মনে রেখেছ তুমি? কাউকে উপকার করেছ জীবনে? কেউ বিপদে পড়লে তুমি বরং তার সুযোগ নাও। খাবলে খাবলে তার গা থেকে মাংস খুলে খাও। তোমাকে চিনি না আমি? চিতাবাঘটি মুখ ঘুরিয়ে চলে গেল।
আসলে হায়েনাকে কোনো প্রাণীই পছন্দ করে না। অত্যান্ত পেটুট ওরা। ক্ষুধা পেলে তো খাবেই, ক্ষুধা না পেলেও এরা খায়। অন্য প্রাণীদের খাবার চুরি করে খায়। খাবার খেয়ে আবার তাকে পেছন থেকে ভেংচায়। তাই, চিতাও এলো না হায়েনাকে সাহায্য করতে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সারারাত গর্তেই পড়ে রইল হায়েনাটি। ফাঁদপাতা শিকারী এখনো এসে পড়েনি। রাতে গর্তের পাশ দিয়ে আরো কয়েকটা প্রাণী হেঁটে চলে গেল। হায়েনা অনেক কাকতি মিনতি করল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। (চলবে)

 

 

 


আরো সংবাদ



premium cement