১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

নারহোয়াল

-

ছোট্ট বন্ধুরা,
ইতোমধ্যেই তোমরা বিভিন্ন সামুদ্রিক প্রাণী সম্পর্কে জেনেছ। হয়তো নারহোয়াল সম্পর্কেও তোমাদের ধারণা আছে। এটি কী? একধরনের তিমি। আকারে ছোট। নারহোয়ালের মুখে কী থাকে? শুঁড়। শুঁড়টি সোজা বর্শার মতো বেরিয়ে থাকে এর মুখের সামনে। নারহোয়াল শুঁড় দিয়ে কী করে? আত্মরক্ষা করে, শত্রুকে আক্রমণ করে। পুরুষজাতীয় নারহোয়ালেরই বর্শার মতো শুঁড় থাকে। জানো? কোনো কোনো নারহোয়ালের শুঁড় থাকে দু’টি। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement