১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
সেই প্রাসাদে বসে বসে আমার বাবা সাগরের সমস্ত মাছ ও জলজপ্রাণীদের পরিচালনা করেন। তুমি যখন গান গাইছিলে, আমি বাবার অনুমতি নিয়ে সাগরপৃষ্ঠে ওঠে আসি তোমার গান শোনার জন্য।
আর তখনই আটকা পড়ে যাই তোমাদের জালে। এর পরের কাহিনী তো তোমার জানা। তুমি আমাকে দয়া দেখালে। আমার কষ্ট দেখে তুমি ছেড়ে দিলে আমাকে সাগরে। আমার জীবন ফিরিয়ে দিলে তুমি।
যখন তোমাদের দেশের সেই দুর্বৃত্ত খান সাহেব এসে তোমাকে নৌকায় বেঁধে সাগরে ভাসিয়ে দিলো, তখন আমি আর স্থির থাকতে পারিনি।
আমি সাগরের কয়েকটি বড় মাছকে পাঠালাম তোমাকে সাহায্যের জন্য। তারা তোমার নৌকাকে পিঠ দিয়ে এমনভাবে আগলে রেখেছিল যাতে নৌকাটি উল্টে না যায়। (চলবে)


আরো সংবাদ



premium cement