১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা অজানা

সাধারণ কলম ও দামি কলম

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা তো জানোই, সাধারণ কলম কী দিয়ে তৈরি করা হয়। আর দামি কলম যে তৈরি করা হয় সোনা, রূপা, হীরা প্রভৃতি মূল্যবান ধাতু ব্যবহার করে- তা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। আগে দামি কলম ব্যবহার করতেন বা সংগ্রহে রাখতেন সম্রাট (রাজার রাজা) ও রাজারা। আর বর্তমানে এগুলো ব্যবহার করে বা সংগ্রহে রাখেন বড় বড় ব্যবসায়ীরা। শুধু বেশি টাকা থাকলেই মানুষ দামি কলম কেনে না। এজন্য চাই টাকার সাথে শৌখিন ও খেয়ালি মন। পাঁচ টাকার সাধারণ মানের বলপেন দিয়ে যা লেখা যায়, এক কোটি টাকার দামি কলম দিয়েও তার চেয়ে ভালো লেখা যায় না। তার মানে- দামি কলম কেনা খেয়ালের ব্যাপার এবং এক ধরনের অপচয়। এবার ছবি দেখো।

 

 


আরো সংবাদ



premium cement