১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
আর যদি আমি ব্যর্থ হই, তাহলে তো তোমার সাথে আর দেখা হবে না। গর্দান কাটা যাবে আমার। তুমি তখন যদি চাও তো তোমার ভাগ্যটাও পরীক্ষা করে নিও। আর যদি না চাও, তাহলে চলে যেও তোমার দেশে। বিদায় বন্ধু, বিদায়। এই বলে নতুন দ্বীপের নতুন যুবকটি খান সাহেবের প্রাসাদের ভিতরে প্রবেশ করে।
প্রাসাদের ভিতরে যাওয়ার পরপরই খান সাহেবের মেয়ের দুই দাসী ছুটে এলো যুবকটির কাছে। তারা তাকে কুর্ণিশ জানিয়ে বলল, সাবধান যুবক! তোমার মতো হাজারো যুবক এসে চেষ্টা করেছে। কিন্তু খানকন্যাকে কেউ কথা বলাতে পারেনি। শেষে জীবন দিতে হয়েছে। তুমি বেশ সুদর্শন। দেখে বড় মায়া হয়। আহারে, শেষে তোমার জীবনটাও চলে যায় কিনা, কে জানে।
কিন্তু নির্ভীক তরুণ যুবকটি বলে, সে চিন্তা তোমাদের করতে হবে না প্রিয়।
(চলবে)


আরো সংবাদ



premium cement