১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
তারা দু’জন এবার হেঁটে হেঁটে দ্বীপটি ঘুরে ঘুরে দেখে। এখানে বৃক্ষরাজি, ওখানে ছোট্ট পাহাড়, সেখানে গোচারণ ভূমি। হেঁটে হেঁটে তারা বেশ খানিকটা দূর এগিয়ে যায়। দেখে, এক বৃদ্ধ ছোট্ট একটি গাছের নিচে বসা। সামনে বিস্তীর্ণ চারণ ভূমি। সেখানে চড়ে বেড়াচ্ছে এক পাল ভেড়া। তারা দুই বন্ধু মেষ চরানো ওই বৃদ্ধের কাছে এগিয়ে যায়।
ছেলে দু’টি বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম দেয়। বৃদ্ধ লোকটি সালামের জবাব দিয়ে বলেন, আহা, কী সুন্দর দু’টি যুবক। চেহারায় কত মিল! তোমরা এক কাজ করো। সোজা চলে যাও এই দ্বীপের উত্তরে। এখান থেকে তিন দিনের পথ। সেখানে দেখবে এক খান সাহেব বড়ই দুঃখী। তোমাদেরকে দেখতে পেলে তিনি খুশি হবেন।
যুবক দু’জন জিজ্ঞেস করে, খান সাহেব এত দুঃখী কেন? আমাদের দেখে তিনি খুশিই বা হবেন কেন? (চলবে)


আরো সংবাদ



premium cement