১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গল্পকথা

রিশা রাফির দিনগুলো

-

বাইশ.
লুকিয়ে বই পড়া : রাফিকে দেখেই রিশা কিছু একটা লুকিয়ে ফেলল। তারপর অবাক হয়ে বলল, ভাইয়া, তুমি এ সময়? রাফি কঠিন স্বরে বলল, তুই আমাকে দেখে কী লুকালি? রিশা বলল, কই কিছু না তো ভাইয়া। রাফি রেগে গিয়ে বলল, কিছু একটা অবশ্যই আছে। কী আছে দেখা আমাকে। রিশা ভয় পাওয়া গলায় বলল, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো ভাইয়া? আগে তো কখনোই বলো নি। রাফি শান্ত হয়ে বলল, এখন থেকে বলবো। শাসন করব। কারণ আগে কখনোই আমাকে দেখে তুই কিছুই লুকাস নি। রিশা হাত দিয়ে ইশারা করতেই রাফি চুপ হয়ে গেল। মা বললেন, তোমরা কী লুকানোর কথা বলছ? রাফি, রিশা একে অপরের দিকে তাকাল। ওরা মাকে মিথ্যে বলতে চায় না। রাফি জানেই না রিশা কী লুকিয়েছে। তাই চোখের ভাষায় বলল, রিশা, এবার মাকে সত্য বলে দাও। রিশা মুখ নিচু করে বলল, আমি যা লুকিয়েছি তা কারো ক্ষতির কারণ হবে না। মা বললেন, বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে। উদঘাটন করতে সময় লাগবে। কাজ শেষ করেই আসছি। মা চলে যেতেই রিশা, রাফি যেন হাঁফ ছেড়ে বাঁচল।
রাফি ক্লাস এইটে পড়ে। রিশা ক্লাস সেভেনে। ওরা লেখাপড়ায় যেমন ভালো-ঠিক তেমনি সৃষ্টিশীল কাজেও ওদের জুড়ি মেলা ভার। রিশা, রাফি গাছ লাগাতে ভালোবাসে। ছবি আঁকতে পছন্দ করে। গান গাইতে পছন্দ করে।
(চলবে)


আরো সংবাদ



premium cement