১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আপাতানি মানুষ

-

বলছি আপাতানি সম্পর্কে । এরা একটি উপজাতীয় গোষ্ঠী। এরা তানিই নামেও পরিচিত। ভারতের অরুণাচল প্রদেশের নিম্ন সাব্বানসিরি জেলার জিরো উপত্যকা এদের আবাসভূমি।
আপাতানি সমাজ পিতৃতান্ত্রিক। তবে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পরিবারের প্রায় সব কাজই করে। সবজি সংগ্রহ, রান্না করা, পানি আনা, ধান ভানা, শিশুদের যতœ নেয়া ইত্যাদি এদের কাজ। পুরুষেরা ধান চাষ করে, ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করে। অন্যান্য কাজও করে।
আপাতানিরা বিভিন্ন ধরনের উৎসব পালন করে। এগুলোর মধ্যে ড্রি ও মিয়োকো উল্লেখযোগ্য। ড্রি কৃষিবিষয়ক উৎসব আর মিয়োকো বন্ধুত্ব ও সমৃদ্ধি কামনার উৎসব।
আপাতানিরা কথা বলে আপাতানি ভাষায়। এটি চীনা-তিব্বতি ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বর্তমানে এরা ইংরেজি ও হিন্দি ভাষাও চর্চা করছে।
আপাতানি জনগোষ্ঠীর বেশির ভাগ ডোনিও-পোলো ধর্ম অনুসরণ করে। এরা সূর্য ও চাঁদের উপাসনা করে। অনেকে হিন্দু ধর্ম পালন করে। কিছু খ্রিষ্ট ধর্মাবলম্বীও রয়েছে।
আপাতানিরা ঘর তৈরি করে কাঠ ও বাঁশ দিয়ে। এদের বাড়িগুলো সাধারণত একটির সাথে অপরটি লাগোয়া। তাই আগুন লাগলে নেভানো বড়ই কষ্টকর।
মোট আপাতানি জনসংখ্যা প্রায় ৪৪ হাজার।


আরো সংবাদ



premium cement