১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
অন্ধকার ভেদ করে ভেসে গেছে কোন গহিনে, কেউ জানে না। ভাঙা নৌকায় ভেসে চলছে ছেলেটি। এক দিন দুই দিন তিন দিন। কোনো কূলকিনারা নেই সাগরের। চতুর্থ দিন সকাল বেলা তরুণ ছেলেটি চোখ মেলে। দেখে নৌকা তার ভিড়ে আছে এক অচিন দ্বীপে। দ্বীপের সবকিছুই নতুন। সব কিছুই ভিন্ন রকম, ভিন্ন গড়ন ও ভিন্ন প্রকৃতির। বৃক্ষলতা পশু পাখি এবং দ্বীপের পাথুরে বালুও যেন অন্যরকম। তার চেনা পৃথিবীর মতো নয়।
এ কোন পৃথিবী এটি! অবাক বিস্ময়ে দ্বীপের দিকে তাকায় জেলের ছেলেটি। হঠাৎ সে দেখতে পায়, বেশ কিছুটা দূরে ঠিক তার মতোই আরেকটি ছেলে হেঁটে হেঁটে এদিকেই আসছে। ছেলেটির বয়স, উচ্চতা, গায়ের রঙ এবং পরনের পোশাক সবকিছুই হুবহু তার সাথে মিল। একেবারে হুবহু মিল। ছেলেটি যেন তারই প্রতিকৃতি। ডুপলিকেট। যেন একটি আপেলের দু’টি টুকরো। (চলবে)


আরো সংবাদ



premium cement