১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গল্পকথা

রিশা রাফির দিনগুলো

-

একুশ.
সকালের আলো ফুটেছে মাত্র। রাফি ছাদে এসে দাঁড়াল। রাতে সে একটুও ঘুমায়নি। গাছগুলোর দিকে তাকিয়েই চোখ দুটো ছলছল করে উঠল। কিছুক্ষণ পর রিশাও উপস্থিত হলো। গাছগুলোর দিকে তাকিয়ে রিশা ফুঁপিয়ে কেঁদে উঠল। কী সুন্দর গোলাপ ফুটেছে! লাল গোলাপ, হলুদ গোলাপ, সাদা গোলাপ, আরো কত রঙের গোলাপ ফুটেছে। রিশা, রাফির কান্নাগুলো আকাশে বাতাসে ছড়িয়ে গেল। ওদের কান্না দেখে আকাশও যেন কেঁদে উঠল। বাতাসের চোখেও অশ্রু জমে উঠল।
আজ গাছগুলো সরিয়ে ফেলার কথা। বাবা-মা রিশা, রাফিকে খুঁজতে খুঁজতে ছাদেই চলে গেলেন। এসেই তাদের মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। বাবা বললেন, কী সুন্দর গোলাপ ফুটেছে! মা বললেন, গোলাপগুলো আমার রিশা-রাফির মতো। বাবা বললেন, আমার রিশা,রাফি যেভাবে আছে সেভাবেই থাকো। গাছগুলো সরাতে হবে না। তার চেয়ে বরং এই ছাদটাকে গাছ লাগানোর জন্য উপযুক্ত করে দেই। বাবা মার দিকে তাকিয়ে জানতে চাইলেন, তুমি কী বলো? মা সুন্দর হাসি দিয়ে বললেন, অবশ্যই। পৃথিবীর সব ফুল যেন ওদের স্বাগত জানাল। রিশা, রাফি দুটো গোলাপ ওদের বাবা মাকে উপহার দিলো। রিশা মায়ের চুলে গোলাপ পরিয়ে দিলো। রাফি বাবার কানে গোলাপ গুজে দিলো। কী অপরূপ সেই দৃশ্য! বাবা মায়ের জন্য কী মায়াময় সেই ভালোবাসা। রিশা, রাফি ওদের বাবা-মাকে জড়িয়ে ধরলো। আনন্দে হেসে উঠল ওদের ছাদ বাগান। (চলবে)


আরো সংবাদ



premium cement