নীল সাগরের পরী
- রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
(গত দিনের পর)
প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে আছে ছোট্ট একটি দ্বীপ, তাহিতি। দ্বীপটিতে জেলেরা বাস করে। সাগরে মাছ ধরে, দ্বীপের উর্বর জমিতে ফসল ফলায়। প্রচুর ফল-ফলালিতে ভরা দ্বীপটি। পর্যটকদের জন্যও আকর্ষণীয় এই তাহিতি। শত শত পর্যটক আসেন এখানে। দ্বীপটির শোভা, লতাগুল্ম, পাখ-পাখালি ও নারকেল গাছ সবার দৃষ্টি কাড়ে। সবার মন ভরিয়ে দেয়।
দ্বীপটির মূল আকর্ষণ সাগর তীরের নারকেল গাছ। সাগর পাড়ে অযতœ অবহেলায় দাঁড়িয়ে আছে হাজার হাজার নারকেল গাছ। দেখতে কী যে মনোরম। দুপুর রোদে পর্যটকরা সাগর তীরে আসেন। তারা নারকেল গাছের ছায়ায় বসে নীলজলের শোভা দেখেন। আর নারকেলের সুমিষ্ট ঠাণ্ডা পানি পান করেন।
একদিন এক ফরাসি পর্যটক এলেন দ্বীপটিতে। সে অনেক অনেক দিন আগের কথা। আজ থেকে প্রায় হাজার বছর আগের। পর্যটকটি সাগর পাড়ের একটি নারকেল গাছের ছায়ায় বসে নীলজলের শোভা দেখছিলেন। হঠাৎ তিনি দেখতে পান দূরে নীল সাগরের জলের ওপর ভেসে উঠল এক নারী। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা