১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
নি ত্যো প ন্যা স

ছায়া-মানুষ

-

একশত পাঁচ.
জন্মদিনের দিন সব আত্মীয় পরিজন মিলে ঠিক করেছিল এখন তারা মেয়ে দেখার কাজটা শেষ করে পান-চিনি করিয়ে রাখবে। সে জন্যই অনিকের বার্থডের পরের দিনই পাত্রী দেখতে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতে লাগল। আম্মু বিউটি পার্লার থেকে সেজে যাবে নাকি বাসার নিজস্ব বিউটি পার্লারে সাজবে এই দ্বিধায় ভুগছিল। শেষমেশ পাত্রী দেখতে যাওয়ার জন্য বাসায় আর পান-চিনি, আক্দ বা বিয়ের দিনটাতে পার্লার থেকে এই সিদ্ধান্ত নিলেন। ড্রেসিং টেবিলের সামনে ঘণ্টার পর ঘণ্টা মেক-আপে কাটিয়ে দিতে দিতে মাঝে মধ্যে তাড়া লাগালেন, ‘অনু, গুছিয়ে নিয়ে ওরা সবাই রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব।’
‘টাইম কখন?’
‘আমরা যখনই যাব, তখনই টাইম! আমরা পাত্র পক্ষ না।’ আম্মু দম্ভের সাথে বললেন।
‘আম্মু, একটা কথা বলি, রাগ করবে না তো!’
‘বল না, আবার রাগ করাকরি কিসের!’
‘আমার না এসব জায়গায় যেতে ইচ্ছে করে না। এসব পাত্রী দেখা টেখার কাজে যেতে ইচ্ছে করছে না। আমি না গেলে হয় না আম্মু।’
‘হবে না কেন, হয়! যেতে না চাইলে যাবি না!’
অনিক ভাবল আম্মু রাগের কথা বলছে কিন্তু গলার স্বর স¦াভাবিক শুনে একটু অবাক হলো। সে জন্য সে আবার বলল, ‘সত্যিই বলছ। আমি না গেলে হবে।’
‘তুই না গেলে কোনো উনিশ-বিশ হবে না।
(চলবে)


আরো সংবাদ



premium cement