০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
গ্রি সে র রূ প ক থা

নীল সাগরের পরী

-


(গত দিনের পর)
না, কাউকেই তো দেখা যায় না। জলের তলে কোথায় হারিয়ে গেল তারা? নাকি মরে গেল?
জলপরী আর ক্যাপ্টেন নাসোস জাহাজ থেকে জলে ঝাঁপ দেওয়ার পর জাহাজ আর এগুচ্ছে না। নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে জাহাজ। পালগুলো তার ফুলে ফেঁপে আছে, কিন্তু জাহাজ এগুচ্ছে না। নাবিকদের মধ্যে যে ক’জন জীবিত রয়েছে, তাদের মধ্য থেকে বয়ঃজ্যেষ্ঠ একজন বললেন, ‘এখানে নোঙ্গর ফেলো। না হলে আমরা হারিয়ে যাবো। অশুভ আত্মা আমাদের নিয়ে যাবে কোনো মরণ দ্বীপে। সেখান থেকে ফিরে আসার সাধ্য হবে না কারোর। ত্বরা করে নোঙর ফেল জাহাজের।’
নোঙর ফেলা হলো সেখানে, যেখানে সাগর জলে ঝাঁপ দিয়ে ডুবে গেছে তাদের ক্যাপ্টেন ও জলপরুী। বয়ঃজ্যেষ্ঠ নাবিকটি বললেন, নাসোস তো সাঁতার জানেন। তিনি নিশ্চয় ডুবে যাবেন না। (চলবে)

 


আরো সংবাদ



premium cement