ছায়া-মানুষ
- প্রিন্স আশরাফ
- ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
নিরানব্বই.
ওইজা বোর্ডে ভূত আনতে চাইলে এখনই প্রস্তুতি নেওয়া দরকার।’
সেতু বলল, ‘সেই সাথে প্লানচেটে বসলে কেমন হয়? তাহলে ডাবল অ্যাকশন হবে। ভূত আসবে না মানে? বাপ বাপ করে আসবে।’
অনিক একটু বিরক্ত স্বরে বলল, ‘দুইটা একসাথে কিভাবে করব?’
‘কেন? একজন ওইজা বোর্ডে ভূত ডাকবে। আর বাকি দু’জন প্লানচেটে বসবে। আমি তুলারাশির জাতক। আমি মিডিয়াম হতে পারব।’
তামিম বলল, ‘দরকার নেই। হলে একটাতেই হবে।’
‘বেশ! তবে তাই হোক।’
হলোগ্রাফিক যন্ত্রপাতি যেখানে ছিল সেখানে রেখে ওরা খাটে এসে বসল। ওইজা বোর্ডে অনিক এক্সপার্ট, বোর্ডটাও তার। সেই স্টার্টিং পয়েন্টে আঙুল রেখে ঠিক রাত বারোটার জন্য অপেক্ষা করতে লাগল। সেতু অনিকের কাধে বারোটা বাজার খোঁচা দিতেই অনিক একঘেয়ে রোবটিয় গলায় বলল, ‘যদি কোনো আত্মা আশপাশে থেকে থাকেন, সাড়া দিন, সাড়া দিন, সাড়া দিন।’ তারপর মনে পড়ে গেল, গতদিন বিশেষভাবে সুমির আত্মাকে ডাকায় কাজ হয়েছিল। সে আগের কথাগুলো বদলে বলতে লাগল, ‘গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা সুমির আত্মা যদি আশপাশে থেকে থাকো, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও।’
অনিক বুঝতে পারল ওইজা বোর্ডের উপরে রাখা তার হাতের আঙুল নড়তে শুরু করেছে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা