নীল সাগরের পরী
- রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
(গত দিনের পর)
চিৎকার দিয়ে উঠে অর্ধমানবী পরীকন্যা। নাসোস এবার রুখে দাঁড়ান। তিনি জলপরীর চুলের মুঠি ছেড়ে দিয়ে ঘুষি মেরে বসেন ওই নাবিকের নাকে। বলেন, এতবড় স্পর্ধা তোদের!
এদিকে জলপরী ছাড়া পেয়ে দৌড়ে জাহাজের কিনারে চলে যায়। তারপর ঝাঁপ দেয় সাগরে। নাসোস চেয়ে দেখলেন, জলপরী ঝাঁপ দিলো নীল জলের কোলে। কী করবেন তিনি এখন? তিনিও মুহূর্ত সময়ও দেরি করলেন না। দৌড়ে গিয়ে জলপরীর পিছে ঝাঁপ দিলেন সাগরে। নীল জলের কোলে ডুবে গেল দু’জন। মুহূর্তেই থেমে যায় নাবিকদের হট্টগোল ও খুনোখুনি।
জাহাজের পাটাতনে এখন নির্বাক দাঁড়িয়ে আছে কয়েকজন নাবিক, যারা বেঁচে আছে তারা। আর তাদের চারিদিকে পড়ে আছে শুধু লাশ আর লাশ। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা