২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

ছায়া-মানুষ

-

পঁয়তাল্লিশ.
ওখানে লেখা হলোগ্রাফিক ইমেজ এক্সপোজার! তার মানে কি?’
‘মানেটা আমিও অতো ভালো বুঝিনি। ও ওর ভাষায় আমাকে যেটা বুঝিয়েছে তা হলো এর মধ্যে দিয়ে যেকোনো ছবি হলোগ্রাফিক ইমেজে বদলে ফেলা যায়, সেই ইমেজটা কোথায় প্রতিফলিত করলে সেখানে একটা হলোগ্রাফিক ফিগার ফুটে ওঠে। থ্রি ডি ফিগার। শোন, অতো বেশি মাথা ঘামাস না। এটা আসলে বাচ্চাদের একটা খেলনাই, তুই বন্ধুবান্ধব ডেকে তাদের ছবি জীবন্ত ঘরের মধ্যে দেখালে তারা মজা পাবে এই যা।’
অনিক বলতে চাইল, আমার কোনো বন্ধুবান্ধব নেই। কিন্তু সে তা না বলে বলল, ‘বুঝতে পেরেছি আব্বু। কিন্তু ছবি কিরকম দিতে হবে? ফুল? হাফ?’
‘আরে ব্যাপারটা বুঝলি না, এটা এনলার্জার টাইপের। আতশ কাচের মধ্য দিয়ে যেমন বড়ো করে দেখায় মনে হয় সেরকমই কিছু। তুই হাফ ছবি দিলে হাফ দেখাবে, ফুল দিলে ফুল। হাফ ছবিকে তো আর ফুল করে দেখাতে পারবে না।’
অনিক বুঝতে পারল। সে নিজেও তেমন ধারণা করেছিল। একটু ইতস্তত করে বলল, ‘আব্বু, ভিডিও কল দিলে ওটা কিভাবে সেট করতে হয়, তুমি কি বলে দিতে পারবে?’
‘মনে হয় না। ওটা ও আমাকে যেভাবে প্যাকেট করে দিয়েছে সেভাবেই পাঠিয়ে দিয়েছি। ও ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। (চলবে)


আরো সংবাদ



premium cement