২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
জার্মান লোককাহিনী

ড্রাগনের দাঁত

-

(গত দিনের পর)
আপনি যার কাছ থেকে আমাদেরকে নিয়ে এসেছিলেন, তিনিও কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি এক যাদুকর। আমরা তিন কবুতর পথে খাবার কুড়িয়ে খাচ্ছিলাম। সেই লোকটি আমাদের যাদু করে পাখি থেকে কুকুর বানিয়ে দেয়। তিনি অবশ্য আমাদেরকে বলে দিয়েছিলেন, কিভাবে কুকুর থেকে আবার আমরা চাইলেই পাখি হতে পারব। তিনি আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছিলেন। এতদিন সেই দায়িত্বটুকু পালন করেছি আমরা। এখন আমাদের আর কোনো কাজ নেই। তাই ফিরে যেতে চাই আমরা স্বজাতিতে।
প্রিন্স বলেন, এ বিষয়ে কি আমার কোনো সাহায্য লাগবে তোমাদের? গোলমরিচ বলে, হ্যাঁ প্রভু। আপনি আমাদের লেজটাকে ধরে টেনে সাজা করে রাখুন। এভাবে লেজ সোজা করে ধরে রাখুন এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট। তা হলেই আমরা আবার পাখি হয়ে যাবো। কবুতর পাখি। প্রিন্স কথামতো তাই-ই করলেন। আর তিন মিনিটের মাথায় কুকুর তিনটি কবুতর হয়ে আকাশে উড়ে গেল।
(শেষ)


আরো সংবাদ



premium cement