২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জার্মান লোককাহিনী

ড্রাগনের দাঁত

-

(গত দিনের পর)
রাতটা খোলা মাঠের সবুজ ঘাসের ওপর ঘুমিয়েই কেটে গেল তার। সকালে ঘুম ভাঙে মেষপালকের। সুন্দর ঝকঝকে সকাল। রঙিন রোদ, প্রজাপতির খেলা, পাখির গান ও নদীর কলকল শব্দ শুনে মন আমুদে হয়, সতেজ হয়ে ওঠে। আবার পথ চলতে শুরু করে মেষপালক। সাথে বিশ্বস্ত কুকুর তিনটি। হেঁটে হেঁটে দুপুর গড়িয়ে যায়। হঠাৎ মেষপালক দূরে দৃষ্টি দেয়। দেখে, এই পথ ধরে একটি ঘোড়ার গাড়ি ছুটে আসছে। কালো কাপড়ে মোড়ানো গাড়িটি। যেন শবযাত্রা। গাড়ির ভিতরে কারো লাশ পড়ে আছে হয়তো। নিশ্চয়ই এমন কিছুই হবে। শবযাত্রার গাড়ি না হলে এভাবে কালো কাপড়ে মোড়ানো থাকবে কেন গাড়িটি? গাড়ি টানছে যে ঘোড়া, সেটির রঙও কালো। তেলের মতো মসৃণ গায়ের রঙ তার। ঘোড়াটিও যেন শোকে মুহ্যমান হয়ে আছে। গাড়িটি দেখে বুঝা যায়, শহরের কোনো ধনাঢ্য ব্যক্তির গাড়ি এটি। আর গাড়ির ভিতরে হয়তো ধনাঢ্য কোনো লোকের বা মহিলার লাশ রাখা আছে। মেষপালক নিজে নিজেই মন্তব্য করে। (চলবে)


আরো সংবাদ



premium cement