২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভেষজ উদ্ভিদ জৈন

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো জৈন চিনে থাকবে। বলতে পারো এটি কোন ধরনের গাছ? এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। এ দেশের প্রায় সব এলাকায় এটি পাওয়া যায়। জৈনের বীজ ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে স্যাপোনিন, থাইমল ও কারভাক্রোল। জৈন বায়ু নাশ করে, ক্ষুধা বাড়ায় আর রক্তচাপ প্রতিরোধ করে। এ ছাড়াও এটি ডায়রিয়া, কণ্ঠনালীর প্রদাহ ও ব্রংকাইটিস রোগের জন্য কার্যকরী। মনে রেখো জৈনের ইংরেজি অলড়ধিহ এবং এর বৈজ্ঞানিক নাম ঞৎধপযুংঢ়বৎসঁস ধসসর. কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করো। এবার ছবি দেখো। -ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement