২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জানা-অজানা

সামুদ্রিক পাখি ফুলমার

সামুদ্রিক পাখি ফুলমার -

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয় তো ফুলমার চিনে থাকবে। এটি একধরনের সামুদ্রিক পাখি। পাখিটি আকারে প্রায় গাংচিলের সমান। সাধারণত দু’ধরনের ফুলমার দেখা যায়- উত্তর ফুলমার ও দক্ষিণ ফুলমার। উত্তর ফুলমার বাস করে উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে। আর দক্ষিণ ফুলমার বাস করে মহাসাগর দু’টির দক্ষিণ অংশে। উত্তর প্রজাতির রঙ ধূসর ও সাদা এবং এর ঠোঁট হলুদ। এটি ৪৩-৫২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আর এর পাখার বিস্তার ১০২-১১২ সেন্টিমিটার। দক্ষিণ ফুলমার অনুজ্জ্বল রঙের হয়, পাখায় কালো ফোঁটা দেখা যায়। এটি ৪০-৫০ সেন্টিমিটার লম্বা হয় এবং এর পাখার বিস্তার ১১৫-১২০ সেন্টিমিটার। ফুলমার পাখি প্রায় ৪০ বছর পর্যন্ত বাঁচে।
এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।


আরো সংবাদ



premium cement