২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
জানা-অজানা

দিয়াশলাই

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা দিয়াশলাই চেনো, তাই না? মাথায় বারুদ দেয়া আগুন জ্বালাবার কাঠি ও আধারবাক্সকে বলে দিয়াশলাই। অপর নাম দেশলাই। কেউ বা বলে ম্যাচ। দিয়াশলাইয়ের ইংরেজি গধঃপযবং। আমরা যে ম্যাচ বলি, তা এসেছে ইংরেজি গধঃপযবং থেকে।
তোমরা হয়তো জানো, দিয়াশলাই আবিষ্কৃত হয় ১৮৪৫ সালে। আগে গন্ধক দিয়ে এটি তৈরি করা হতো। পরে আসে ফসফরাসের যুগ। এর কাঠি বানানো হয় সাধারণত হালকা পাইন কাঠ দিয়ে। তবে দেশভেদে কাঠের ব্যবহারের পার্থক্য থাকতে পারে। আমাদের দেশে বেশ ক’টি দিয়াশলাই কারখানা আছে। এবার ছবি দেখো। -ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement