২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

-

(গত দিনের পর)

বিবর্ণ মুখে ধনী লোকটি হেঁটে হেঁটে সবার সামনে আসে। তারপর আকাশের দিকে তাকিয়ে বিষণ্ন মনে দু’হাত তোলে। কান্নাজড়িত দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে সে সবাইকে শুনিয়ে প্রভুর কাছে ফরিয়াদ জানায়। হে প্রভু, হে মহাজ্ঞানী জ্যোতির্ময় সত্ত্বা, তুমি বলে দাও এই সবুজ যবের চারায় ভরা জমিখণ্ডটি কার? হে প্রভু, তুমি বলে দাও, কে এই জমির মালিক? হে সর্বজ্ঞ প্রভু, যেখানে, যে জমিখণ্ডটির ওপর আমি দাঁড়িয়ে আছি, এই জমিখণ্ডটি কার? তুমি বলে দাও হে প্রভু। এই জমিটি কি ধনী লোকটির নাকি গরিব লোকটির? তুমি মীমাংসা করে দাও হে প্রভু।
ধনী লোকটির কথা শেষ হতে না হতেই জমির ভেতর থেকে গুরুগম্ভীর স্বরে উত্তর আসে, শোনো ধনী লোক, তুমি যে জমির ওপর দাঁড়িয়ে আছো, যে জমিতে প্রচুর যবচারা জন্মেছে, সেই জমিখণ্ড তোমার। তুমিই বুনেছ এই যবের দানা। আর পাশের জমিটি ওই গরিব লোকটির।
(চলবে)


আরো সংবাদ



premium cement