২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

-

(গত দিনের পর)
এরপর গরিব লোকটি যতই চিৎকার চেঁচামেচি করুক, তুমি আর কোনো কথা বলবে না। একেবারে চুপ হয়ে যাবে। চুপচাপ গর্তের ভিতরেই লুকিয়ে থাকবে। গরিব লোক ও তার সাঙ্গপাঙ্গরা চলে যাওয়াার পর আমি তোমাকে গর্ত থেকে তুলে নিয়ে আসব। বুঝতে পেরেছ বৎস হে আমার?
গর্তের ভেতর থেকে ধনী লোকের ছেলেটি উত্তর দেয়, হ্যাঁ বাবা। আমি বুঝতে পেরেছি। তোমার কথা মতোই কাজ করব। আমিও যে তোমার ধূর্ত ছেলে। চাতুয্যে আমিও যে কম না।
পরদিন খুব ভোরে ধনী লোকটি জমিতে এসে দেখে ওই গরিব লোক তার প্রতিবেশীদের নিয়ে আগেই হাজির। অপেক্ষা করছে তার জন্য। প্রতিবেশীরা এসেছে সাক্ষী হিসেবে। মনে তাদের কৌতূহলও কম নয়। জমির মালিক কে? স্বয়ং প্রভু এসে ফয়সলা করে দেবে। কী অবাক করা কথা! প্রভু নিজের কণ্ঠে আজ বলে দিবেন, এই জমির আসল মালিক কে? (চলবে)

 


আরো সংবাদ



premium cement