২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

বায়ান্ন.

ভুতুড়ে অন্ধকার রুমে টর্চের আলো ফেলতেই কিচকিচ শব্দ করে উঠল কিছু একটা। পুলিশ অফিসার ভয় পেয়ে এক লাফে পিছিয়ে দরজার কাছে এলেন। প্রিন্সিপাল সাহসী গলায় বলার চেষ্টা করল, ‘ও কিছু নয়, ইঁদুর।’
‘ইঁদুর এরকম জংলি হয়!’ পুলিশ টর্চ মেরে ঘরের মধ্যে ঘুরতে থাকা একটা ইঁদুরকে দেখাল। হুলো বেড়ালের চেয়ে বড়। এক্সম্যানের মিউটেশনের শিকার। ‘খেয়ে খেয়ে একেকটা কিরকম ধেড়ে হয়েছে দেখেছেন?’
‘সামনে ওই দেখেন কত বড় ব্যাঙ!’ প্রিন্সিপাল পুলিশের পাশ কেটে ঢুকে পড়তে চাইছিলেন। মুরগির সাইজের ব্যাঙ থপথপ করে এগিয়ে আসতে দেখে তিনিও পিছিয়ে গেলেন।
নেতা ভয়ার্ত স্বরে বললেন, ‘ভৌতিক কাজকারবার! না হলে ইঁদুর ব্যাঙ কোনো দিন এত বড় হয়! ওগুলো ইঁদুর ব্যাঙ নয়, ভূত ইঁদুর ভূত ব্যাঙ! চলেন এখান থেকে পালাই। এর মধ্যে যদি সজীব থেকেও থাকে তাহলে তা এতক্ষণে ইঁদুর ব্যাঙের পেটে চলে গেছে। দেখছেন না এদের পেটগুলো কেমন ভারী! ’
প্রিন্সিপাল নিচু স্বরে বললেন, ‘সজীবের মাকে না এনে ভালো করেছি। ইঁদুর ব্যাঙে তার ছেলেকে খেয়ে ফেলেছে দেখলে নির্ঘাত হার্টফেল করতেন।’
নেতা জোরে জোরে বললেন, নেতারা গলার রগ ফুলিয়ে জোরে জোরে ছাড়া কথা বলতে পারেন না, ‘আপনারা দেখলেন তো?’
(চলবে)


আরো সংবাদ



premium cement