২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
জানা অজানা

ক্ষুদ্র পুষ্পরানী

-

ছোট্ট বন্ধুরা,
কোন ফুলকে সামান্য আভাময় ক্ষুদ্র পুষ্পরানী বলে? জুঁই। এ ফুল যেন প্রকৃতির অনবদ্য কান্তি। এর সুরভিকে মনে হয় প্রাণবন্ত। ফুলটির সহজাত সৌরভ অপূর্ব। আর এটি শুভ্রতায়ও উজ্জ্বল।
বাংলাদেশের ফুলবীথিকার ব্যতিক্রম জুঁই। অনেক অনন্য পুষ্প বা ফুলের উপমায় এটি বিভূষিত। গ্রীষ্ম ও বর্ষায় এ ফুল ফোটে প্রকৃতিতে আনে সৌরভের অনিন্দ্য বিস্ময়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।


আরো সংবাদ



premium cement