২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জানা-অজানা

চিপমাঙ্ক

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা তো জানোই, বিশ্বে রয়েছে বিভিন্ন প্রজাতির বিড়াল। চিপমাঙ্কের নামও হয়তো তোমাদের অজানা নয়। এটি কী? উত্তর আমেরিকার ছোট ডোরাকাটা কাঠবিড়ালসদৃশ ইঁদুরজাতীয় প্রাণী। একে এক ধরনের বিড়ালও বলা যায়। এশিয়ার সাইবেরিয়া অঞ্চলেও কিছু চিপমাঙ্ক দেখা যায়।
এ প্রাণী খায় কী? প্রায় সব ধরনের খাবার খায়। তার মানে এটি সর্বভুক। এটি বীজ, বাদাম, ফল, ঘাস, মূল, মুকুল বা অঙ্কুর ইত্যাদি খায়, এবার ছবি দেখো। আঁকবে নাকি?
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement