২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বোজো জাতি

-

বোজোদের কথা বলছি। এরা আফ্রিকার একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। বোজোরা বাস করে পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে মালিতে। ধারণা করা হয়, বোজো নামকরণ হয়েছে ব্যামবারা বোসো থেকে, যার অর্থ বাঁশের বাড়ি।
বোজোদের জীবনযাত্রা মূলত নদীকেন্দ্রিক। এদের বেশির ভাগ গ্রামের অবস্থান নাইজার নদীর তীরে। এরা জীবনধারণ করে মাছ ধরে, নৌকা বেয়ে ও কৃষিকাজ করে।
বোজোরা প্রধানত চাষ করে ধান ও ভুট্টা। খাদ্যাভ্যাসের দিক দিয়ে বাঙালিদের সাথে এদের বেশ মিল দেখা যায়। কারণ এরা পছন্দ করে ভাত ও মাছ।
নদীর ধারের ছোট ছোট গ্রামে রোদে পোড়া ইটের তৈরি ঘরে বা খড়ের তৈরি কুঁড়েঘরে বোজোদের বাস করতে দেখা যায়।
বোজোরা কথা বলে বোজো ভাষায়। বোজোদের বেশির ভাগ ইসলাম ধর্মের অনুসারী- প্রায় ৯৯ শতাশ। কিছু অনুসরণ করে খ্রিষ্ট ধর্ম। সর্বপ্রাণবাদীও আছে।
বোজো সংস্কৃতি গড়ে ওঠে ১০ শতকে ঘানা সাম্রাজ্যের যুগে। এ সময় এরা নাইজার নদীর তীরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে। মালির জেন ও মপতি নগরীর প্রতিষ্ঠাতা বোজো জাতি। বলা যায়, বোজো নৃতাত্ত্বিক গোষ্ঠীর আত্মপ্রকাশ ১০ শতকেই।
বোজো জনসংখ্যা প্রায় এক লাখ ৩২ হাজার ।


আরো সংবাদ



premium cement