২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ঈ শ পে র গ ল্প

মরুপথের বন্ধু

রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
-

গহিন মরুর বুকচিরে এঁকেবেঁকে চলে গেছে পথটি। উত্তরের পাহাড় থেকে নেমে এসে এ পথ মিলে গেছে হাজার মাইল দূরে দক্ষিণে সাগরের বুকে। মরুর বুকে ধু ধু বালুকারাশি। কোথাও জনবসতি নেই। উত্তরের পাহাড়ঘেঁষা গ্রামের দুই পথিক এই পথ বেয়ে হাঁটছে। হেঁটে হেঁটে এরা দক্ষিণে সাগরের দিকে যাবে। ভাগ্যের অন্বেষণে যাবে তারা। পাহাড়ের কোলে দরিদ্র গ্রাম। এ গ্রামে ভাগ্য ফেরাতে পারেনি তারা। কাজ নেই এখানে। তাই, গ্রামের অলস জীবন থেকে বের হয়ে এসেছে তারা। এসেছে এই উত্তপ্ত মরুর বুকে। এই মরুপথ পাড়ি দিয়ে বহু দূরে সাগরের কোলঘেঁষা গ্রামে যাবে তারা। সেখানে কাজ করবে, ফিরিয়ে আনবে নিজেদের ভাগ্য। ফিরিযে আনবে সুখ। পরিবারে শান্তি। আসলে সুখ কি এত সহজে ধরা দেয়?
দুই বন্ধু এই মরুপথ ধরেই হাঁটছে। দুপুর বেলা, গনগনে সূর্য মাথার উপর।
(চলবে)


আরো সংবাদ



premium cement