২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ভা র তে র লো ক ক থা

সারস ও কাঁকড়া

রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর
-

(গত দিনের পর)
: না না, ভয় পাবো কেন? তোমাদের লম্বা ঠ্যাং আমি কি নতুন দেখছি নাকি?
: তবুও আমার ভয় হয়। তুমি যদি কোনো কারণে আকাশপথে আমাকে ফেলে দাও। অত উঁচু থেকে শুকনো মাটির ওপর ঠাস করে পড়লে এমনিতেই মরে যাবো আমি। বরং এক কাজ করলে হয় না?
: কী কাজ?
: তুমি যখন আমাকে ঠোঁটে তুলে নেবে, আমিও তখন সাঁড়াশি ঠ্যাং দিয়ে তোমার গলা জড়িয়ে ধরব? তুমি আমাকে ফেলে দিলেও আমি তোমাকে ছেড়ে দেবো না। পদ্মবিলের ওপর যাওয়ার পর তোমার গলা ছেড়ে দেবো। তখন টুপ করে পানিতে পড়লেও কোনো ব্যথা পাবো না?
কাঁকড়ার এ কথায় সারস রাজি হয়ে গেল। আসলে বিনা শ্রমে পাওয়া খাবারের লোভ তাকে উন্মাদ করে দিয়েছে। কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে সে। অতি লোভে জ্ঞান লোপ পায়।
সারস বলে, ঠিক আছে। আমি যখন ঠোঁট দিয়ে তোমাকে তুলে নেবো, তুমিও আমার গলা ধরে রেখো। তা হলে তোমারও কোনো ভয় থাকবে না। আসলে সারসটি বুঝে উঠতে পারছে না, কাঁকড়া কী ভয়ঙ্কর এক প্রাণী। (চলবে)


আরো সংবাদ



premium cement