২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

মূল : রবার্ট নিসবেট বেইন
নাগকন্যা -

(গত দিনের পর) : এ কথা শুনে নওকরের মন কিছুটা শান্ত হয়। শেষবেলায় হয়তো তার প্রিয় স্ত্রীকে আরেকবার আদর দিয়ে যেতে পারবে। সে ধীরে ধীরে সাপটির আরো কাছে চলে আসে। তারপর সাপের মাথার ওপর থেকে তার হাতখানি ধীরে ধীরে নামিয়ে আনে সাপের মাথার ওপর। আলতো করে ছুঁয়ে দেয় সে সাপের মাথা। বরফের মতো ঠাণ্ডা মাথা তার।
নওকরের হাতের ছোঁয়া পেয়ে সাপটি নিজেকে আর সামলিয়ে রাখতে পারে না। ছোবল মারার সুতীব্র প্রেরণা জাগে গায়ে। তাই, মাটিতে পড়ে থাকা গাছের একটি ডালে শরীরটাকে পেঁচিয়ে ধরে নিজেকে ক্ষতবিক্ষত করে সে। নওকর সাপের মাথা থেকে হাতখানি সরিয়ে নেয়ার পর সাপ জিজ্ঞেস করে, প্রিয়তম নওকর, আমার মাথায় হাত রাখার সময় তুমি নিজের ভিতরে কেমন অনুভব করেছিলে?
নওকর বলে, আমার কাছে মনে হচ্ছিল সমস্ত পৃথিবীতে কী কী ঘটে চলেছে আমি যেন তার সব কিছুই জেনে ফেলেছি। সাপটি তখন বলে, তুমি আবার আমার মাথায় আদরের হাতখানি ছুঁয়ে দাও। (চলবে)


আরো সংবাদ



premium cement